দুর্নীতিকে বাংলাদেশের প্রধান সমস্যা বিবেচনা করে রাষ্ট্রের প্রধান সংস্কার হিসেবে দুর্নীতিবিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবি জানান ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’র সদস্য সচিব আবুল বাশার।
তিনি বলেন, ‘দুর্নীতিবিরোধী বিশেষ আইন প্রণীত হলে বাংলাদেশের রাজনৈতিক সংকট অনেকাংশেই কেটে যাবে।‘
রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ আয়োজিত এক প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এ সময় নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার বলেন, ‘পূর্বের সরকার প্রণীত আইন ছিল কালাকানুন। এসব আইন বাতিল করতে হবে।’
আগামী নির্বাচন যেন সুষ্ঠু হয় সেই দাবিও জানান তিনি।
প্রতিনিধি সম্মেলনে উপস্থিত আবু আহাদ আল মামুন বলেন, ‘দুর্নীতিবিরোধী বিশেষ আইন পাস করতে হবে। তার আগে যারা দুর্নীতিবিরোধী বিশেষ আইন করবে তাদের দুর্নীতি মুক্ত হতে হবে।’
স্বাধীনতার পর থেকেই ভ্যাট, ট্যাক্স, চার্জ, ফি, ডিউটি, ইত্যাদি খাতে বাংলাদেশের জনগণ থেকে অর্থ আদায় করা হচ্ছে, যার একটি বড় অংশ দুর্নীতিবাজ লুটেরাগোষ্ঠী আত্মসাৎ করেছে। আর তা বিভিন্ন দেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন বক্তারা।
অন্তর্বর্তী সরকার এই দুর্নীতিবিরোধী বিশেষ পদক্ষেপ গ্রহণের ঘোষণা করলেও একবছর পরও তা বাস্তবায়ন করা হয়নি বলেও অভিযোগ তাদের।
বিদেশে পাচারকৃত ও দেশের মাঝে পুঞ্জিভুত অবৈধ অর্থ অতি শিগগির উদ্ধার করার দাবি করেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্যরা।