দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত

টাইমস রিপোর্ট
1 Min Read

দুর্গাপূজা উৎসবকে সামনে রেখে নীতিগতভাবে ১ হাজার ২০০ টন ইলিশ মাছ শর্তসাপেক্ষে ভারতে রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিবছরের মতোই চলতি ২০২৫ সালের দুর্গাপূজা উপলক্ষে ১ হাজার ২০০ টন ইলিশ শর্তসাপেক্ষে রপ্তানি করার অনুমোদন দেওয়া হয়েছে।

এতে আগ্রহী রপ্তানিকারকদের আগামী ১১ সেপ্টেম্বর বিকাল ৫টার মধ্যে অফিস সময়ের মধ্যে হার্ড কপিতে আবেদন জমা দিতে বলা হয়েছে।

আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর এবং ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র ও মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ অন্যান্য প্রমাণপত্র জমা দিতে হবে।

সরকার প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য ১২ দশমিক ৫ মার্কিন ডলার নির্ধারণ করেছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, যারা এর আগে আবেদন করেছেন, তাদেরও নতুনভাবে আবেদন করতে হবে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *