৭৭ রানের হার দিয়ে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর পর শনিবার দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথম ওয়ানডের দল থেকে বাদ পড়েছেন লিটন দাস, বিশ্রাম দেয়া হয়েছে তাসকিন আহমেদকে।
লিটনের বদলে একাদশে এসেছেন শামীম হোসেন পাটোয়ারী। সর্বশেষ ২০২৩ সালের এশিয়া কাপে ওয়ানডে খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটার। তাসকিনের জায়গায় একাদশে জায়গা পাওয়া হাসান মাহমুদকে এর আগে ওয়ানডেতে দেখা গেছে ২০২৪ সালের শেষদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী, হাসান মাহমুদ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
শ্রীলংকা একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুশাল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশমন্থ চামিরা ও আসিথা ফার্নান্দো।