পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। শনিবার দুপুরে বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি।
ইসহাক দার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে যেখানে তাকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম স্বাগত জানান।
এ সফরে ইসহাক দার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
সফরটির মূল উদ্দেশ্য দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করা, আঞ্চলিক সহযোগিতা ও দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করা।
সফরটি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নত করতে সহায়ক হবে এ সফর।
এ সফরে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার আশা করা হচ্ছে। বিশেষভাবে বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময়, গণমাধ্যম সহযোগিতা ও পর্যটন সম্পর্কিত চুক্তি সই হবে বলে আশা করা হচ্ছে।
এ সময় রাজনৈতিক নেতাদের সঙ্গে, বিশেষ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন ইসহাক দার। সাক্ষাতের সময় তিনি (ইসহাক দার) রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর জন্য আলোচনা করবেন বলে জানা গেছে।