দাবি আদায়ের পদযাত্রায় নির্বাচনী প্রস্তুতি সারছে এনসিপি

টাইমস রিপোর্ট
2 Min Read
কুড়িগ্রামে এনসিপির পদযাত্রা। ছবি: এনসিপির ফেসবুক পেজ

জুলাই পদযাত্রায় তিন দফা দাবি আদায়ের পাশাপাশি নির্বাচনী প্রস্তুতিও হয়ে যাচ্ছে বলে মনে করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রাম ও লালমনিরহাটের বিভিন্ন স্থানে পথসভায় দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন দলটির আহবায়ক নাহিদ ইসলাম। আগামী নির্বাচনে তরুণদের সুযোগ দেওয়ার আহবান জানান দলটির নেতারা।

জুলাই আন্দোলনের মাধ্যমে ‘ফ্যাসিস্ট শাসনের’ পতন ঘটলেও, সেই ‘ফ্যাসিস্ট’ কাঠামো এখনো টিকে আছে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

 বুধবার ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা সদর ও রাজারহাটে আয়োজিত কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

কুড়িগ্রাম সদর, রাজারহাট ও লালমনিরহাটের বিভিন্ন স্থানে পথসভায় অংশ নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শাসনের পতন ঘটলেও সেই কাঠামো এখনো বিদ্যমান।

তিনি অভিযোগ করেন, দেশে এখনো মাফিয়াতন্ত্র, দখলদারিত্ব ও সন্ত্রাস টিকে আছে।

কুড়িগ্রামে ঘোষপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে আয়োজিত পথসভায় তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো গড়িমসি মেনে নেওয়া হবে না। এ সময় চরাঞ্চলের মানুষের বঞ্চনা, সীমান্তে ফেলানীর মৃত্যুর বেদনা এবং ভূমিহীন মানুষের সংগ্রামের কথা তুলে ধরেন তিনি।

রাজারহাটে আরেকটি সভায় নাহিদ ইসলাম বলেন, ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন দেখিয়েছে, জনগণ জেগে উঠলে কোনো অন্যায় টিকবে না। নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এনসিপির লড়াই চলবে।

লালমনিরহাটের মিশন মোড়ে অনুষ্ঠিত পথসভায় তিনি বলেন, সংস্কারবিহীন একতরফা নির্বাচন জনগণ মেনে নেবে না, তাতে এনসিপিও যাবে না। জুলাই আন্দোলন মানুষকে ভয় ভেঙে দাবি আদায়ের ভাষা শিখিয়েছে।

এদিনের পদযাত্রায় হাজারো মানুষ অংশ নেন। কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এনসিপির বৃহস্পতিবারের পদযাত্রা অনুষ্ঠিত হবে নীলফামারী ও পঞ্চগড় জেলায়। পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলায় তারা পদযাত্রা কর্মসূচি পালন করবে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *