বন্ধুকে ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেয়ার অভিযোগ উঠেছে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে। রবিবার রাতে মিরপুর ১ নম্বরে এই ঘটনা ঘটেছে জানিয়ে, মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী সিফাতুর রহমান সৌরভ। জানা গেছে বাদী সৌরভ তাসকিনের বাল্যবন্ধু। তবে তাকে মারধর ও হুমকি দেয়ার অভিযোগ একাধিক সংবাদমাধ্যমে অস্বীকার করেছেন তাসকিন।
ঘটনার ডালপালা বিভিন্ন দিকে ছড়িয়ে যাওয়াতে জাতীয় দলের এই ডানহাতি পেসার এবার অনুরোধ করলেন গুজবে বিভ্রান্ত না হতে। সোমবার বিকেল ৫টা ১১ মিনিটে নিজের অফিসিয়াল ও ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তাসকিন জানান তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও বানোয়াট। সেই পোস্টেই তাসকিন লিখেছেন, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা সৌরভের সাথে কথা বলেছেন তিনি।

তাসকিন লেখেন, ‘সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্য কেউ বিভ্রান্ত করবেন না। এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সেজন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোনভাবে এমনটা হওয়ার কথা নয় । শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন। ((মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত))। আশা করি সত্য এর সাথেই থাকবেন সত্য কখনো মিথ্যা হয় না।’
এর আগে বাসা পরিবর্তনের কাজে ব্যস্ত থাকার কথা জানিয়ে তাসকিন বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে পুরোটাই মিথ্যা। আমি বাসা পরিবর্তন নিয়ে ব্যস্ত। আমি ওদের মারিনি। ওরা আমার নামে মিথ্যা জিডি করে আমাকে বিব্রত করার চেষ্টা করছে।’