তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশকে এগিয়ে নেবে: ফখরুল

টাইমস রিপোর্ট
2 Min Read
প্রেস ব্রিফিং করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ফটো
Highlights
  • ‘বিএনপি বারবার ফিনিক্স পাখির মতো পুনর্জীবিত হয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে।’

বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আগামী ফেব্রুয়ারি মাসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সর্বাত্মক সহযোগিতা করা বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিএনপির ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে মির্জা বলেন, ‘যেসব সংস্কার প্রস্তাব এসেছিল, সেগুলোতে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে। জনগণের সমর্থন পেলে, বিএনপি রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পেলে, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন এবং অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করবে। বিএনপি বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

তিনি বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্য বহুবার চেষ্টা করা হয়েছে, তবে দলটি বারবার ফিনিক্স পাখির মতো পুনর্জীবিত হয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে।’

‘বিএনপি গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে এবং বারবার দলটিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। কিন্তু প্রতিবারই জিয়াউর রহমানের আদর্শ ও খালেদা জিয়ার নেতৃত্বে দলটি পুনর্জীবিত হয়েছে’, যোগ করেন ফখরুল।

তিনি আরও বলেন, ‘আজকের এই দিনটি শুধু বিএনপির জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং দেশের জনগণের জন্যও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দূরদর্শিতা দেখিয়েছিলেন, তা সবার কাছে অনস্বীকার্য।’

দলের প্রতিষ্ঠালগ্নের গুরুত্ব তুলে ধরে ফখরুল বলেন, ‘বিএনপি দেশের রাজনীতি এবং অর্থনীতিতে মৌলিক পরিবর্তন নিয়ে এসেছে। জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।’

তিনি বলেন, ‘বিএনপির মূল আদর্শ বাংলাদেশি জাতীয়তাবাদ, এবং জিয়াউর রহমান রাজনৈতিক পরিবর্তন এনে গণমাধ্যমের স্বাধীনতা, মানুষের মৌলিক অধিকার এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি মুক্তবাজার অর্থনীতির প্রবর্তন করেছেন, যার ফলে দেশে আমূল অর্থনৈতিক পরিবর্তন এসেছে।’

বিএনপির দীর্ঘ ১৫ বছরের সংগ্রামের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘এই সময়কালে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। বিএনপির বিরুদ্ধে প্রায় ৬০ লাখ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, ২০ হাজারেরও বেশি নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে এবং এক হাজার ৭০০ নেতাকর্মী গুম হয়েছেন। কিন্তু আল্লাহর রহমতে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আমরা সেই ভয়াবহ ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *