তাপপ্রবাহে চুয়াডাঙ্গায় অস্থির জনজীবন

টাইমস রিপোর্ট
1 Min Read
চুয়াডাঙ্গায় তাপপ্রবাহে অস্থির জনজীবন। ছবি: বাসস

চুয়াডাঙ্গা জেলায় টানা তিন দিন ধরে চলছে তীব্র তাপপ্রবাহ। গত দুই দিনে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।

শনিবার বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা।

দেশের সর্বোচ্চ তাপমাত্রার পাশাপাশি গত ৩ দিনে ৫ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ায় প্রচণ্ড গরমে অস্থির চুয়াডাঙ্গার জনজীবন। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমে শরীরে ঘাম ঝড়াচ্ছে। ফলে জনজীবনে দুর্ভোগ বেড়ে গেছে।

সংবাদ সংস্থা বাসস জানায়, চুয়াডাঙ্গায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় মানুষের চলাচল কমে যায়। প্রয়োজন ছাড়া মানুষ বাড়ী থেকে বের হচ্ছেনা। তীব্র তাপদাহে সড়কের অনেক জায়গায় পিচ গলে যাচ্ছে। আখের রস, শরবত, আইসক্রিম, ডাবসহ ঠান্ডা জাতীয় খাবারের দোকানে বেচাকেনা বেড়ে গেছে।

শহরের রেলবাজারের শরবত বিক্রেতা ইয়াকুব আলী বলেন, গত ৩ দিন ধরে দোকানে শরবত বিক্রি অনেক বেড়ে গেছে। বিশেষ করে ক্লান্ত পথচারীরা লেবু, বেল ও ইসবগুলের শরবত বেশি পান করছেন।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শনিবার বেলা ৩ টায় চুয়াডাঙ্গায় চলতি মৌসুমে সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা ২৩ ভাগ। ৩ দিনের ব্যবধানে তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। এই ধরনের তাপমাত্রা আগামীকাল রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তারপর থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *