ঢাকায় হোটেল কক্ষে এক পরিবারের ৩ জনের মরদেহ

টাইমস রিপোর্ট
1 Min Read
প্রতীকী ছবি

রাজধানীর মগবাজারে হোটেল ‘সুইট স্লিপ’ এর একটি কক্ষ থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন-লক্ষ্মীপুরের বাসিন্দা মনির হোসেন, তার স্ত্রী স্বপ্না ও তাদের ছেলে আরাফাত হোসেন নাইম।

রোববার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি খাদ্যে বিষক্রিয়ার জন্য তারা মারা যেতে পারেন। তবে সঠিক কারণ জানতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।’ জানা যায়, তারা ওই হোটেলের পাশের ‘ভর্তা ভাত’  নামের একটি রেস্তোরাঁ খেকে খাবার এনে খেয়েছিলেন।

চিকিৎসা নিতে শনিবার লক্ষ্মীপুর থেকে ঢাকায় আসে পরিবারটি। চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট না পেয়ে হোটেলে রাত্রি যাপন করেন তারা, যোগ করেন তিনি।

উপকমিশনার মাসুদ বলেন, ‘রোববার সকালে মনির হোসেন তার স্বজনদের ফোন করে জানান, তারা তিনজন অসুস্থ বোধ করছেন ও বমি করছেন। স্বজনরা দ্রুত হোটেলে এসে পুলিশকে খবর দেন।’

পুলিশের প্রাথমিক অনুসন্ধানের তথ্য অনুযায়ী, স্বপ্না ও নাইম হোটেল কক্ষেই মারা যান। মনির হোসেনকে পাশের আদ-দ্বীন হাসপাতালে নেওয়া হলে সেখানে আইসিইউতে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানায় পুলিশ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *