দেশে পাঁচ লাখের বেশি মেয়াদোত্তীর্ণ যানবাহন আছে, যার মধ্যে প্রায় ৭০ শতাংশ এখনো চলছে। শুধু রাজধানীতেই চলছে ১০ হাজারের বেশি।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘সড়ক পরিবহন ব্যবস্থাপনা সংস্কারে রোড সেফটি ফাউন্ডেশনের রূপরেখা: সরকারের কাছে প্রত্যাশা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এ সময় বলা হয়, ২০২০ সাল থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত দেশে সড়ক দুর্ঘটনায় ৩৭ হাজার ৮৯৪ জন নিহত এবং ৫৯ হাজার ৫৯৭ জন আহত হয়েছেন।
অধিকাংশ দুর্ঘটনার জন্য এসব যানবাহন দায়ী বলে দাবি করে সংগঠনটি।
দুর্ঘটনা কমাতে তিন ধাপের রূপরেখা প্রস্তাব করেছে ফাউন্ডেশনটি। তারা জানায়, রাজধানীর ৭৫ শতাংশ সড়ক দখল করে আছে ব্যক্তিগত যানবাহন ও রিকশা, যা মোট যাত্রী পরিবহনের মাত্র ১১ শতাংশ বহন করে। অন্যদিকে, গণপরিবহণ ৫৩ শতাংশ যাত্রী বহন করলেও শৃঙ্খলার অভাব রয়েছে।
সংস্থাটি রুট রেশনালাইজেশনের মাধ্যমে কোম্পানিভিত্তিক আধুনিক বাস সার্ভিস চালুর প্রস্তাব দেয়। তাদের মতে, সঠিকভাবে বাস ব্যবস্থা চালু হলে তা মেট্রোরেল ও ভূগর্ভস্থ রেলের চেয়ে চার গুণ বেশি যাত্রী বহন করতে পারবে।
ঢাকায় কত যানবাহন চলছে জানতে চাইলে ফাউন্ডেশনের চেয়ারম্যান এ আই মাহবুব উদ্দিন আহমেদ বলেন, ‘দেশে মোট কত যানবাহন চলছে—এ বিষয়ে কোনো সঠিক তথ্য নেই। সড়ক খাতের অবস্থা নাজুক বলেও মন্তব্য করেন তিনি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান, সহসভাপতি সৈয়দ জাহাঙ্গীর, ফেরদৌস খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ রিয়াজ।