ঢাকাবাসীর প্রতি ছাত্রদলের দুঃখ প্রকাশ

টাইমস রিপোর্ট
2 Min Read
ছবি: সংগৃহীত
Highlights
  • বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘আমরা আগামীকালের জনদুর্ভোগের জন্য অগ্রিম দুঃখ প্রকাশ করছি।’

রোববার রাজধানীর শাহবাগ মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্রসমাবেশ ঘিরে ব্যাপক জনসমাগম ও যানজটের আশঙ্কায় ঢাকাবাসীর প্রতি অগ্রিম দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি।

শনিবার ছাত্রদলের দপ্তর সম্পাদক মোজাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, রাজধানীতে কর্মদিবসে সমাবেশের জনভোগান্তি সম্পর্কে আমরা অবগত। এজন্য জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের এই দিনটিতে ফ্যাসিবাদবিরোধী শক্তির বৃহৎ ঐক্যের স্বার্থে বৃহত্তম ছাত্রসংগঠন হিসেবে দায়িত্বশীলতা ও উদারতার জায়গা থেকে আমাদের সমাবেশের স্থান পরিবর্তন করতে হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘জুন মাসে আমরা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণায় ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে সমাবেশ করার ঘোষণা দিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে আমরা সে অনুযায়ী অনুমতিও নিই।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘কিন্তু জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ ব্যক্তিগতভাবে একাধিকবার অনুরোধ করে ৩ আগস্ট শহীদ মিনারে তাদের সমাবেশের বিষয়টি আমাদের দৃষ্টি আকর্ষণ করেন। একটি উদার, গণতান্ত্রিক, পরমতসহিঞ্চু ছাত্রসংগঠন হিসেবে তখন শহীদ মিনারে আমাদের পূর্বনির্ধারিত সমাবেশের সিদ্ধান্ত পরিবর্তন করি।’

সংগঠনটি জানায়, তারা শাহবাগ মোড়েই সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেয় এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগের পর নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ইতোমধ্যে এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে। পাশাপাশি, এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা হওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *