ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৫৬

টাইমস রিপোর্ট
1 Min Read
ঢাকার হাসপাতালগুলোয় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ছবি : টাইমস

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। তবে নতুন করে এ সময়ে ৩৫৬ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ ঘণ্টায় ঢাকায় ১১৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ২৩৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন। তাদের মধ্যে ৫৯ শতাংশ পুরুষ এবং ৪১ শতাংশ নারী। একই সময়ে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৪৭১ জন, যাদের মধ্যে ৫৯ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৯ শতাংশ নারী।

অন্যদিকে, করোনায় ২৪ ঘণ্টায় কোনো সংক্রমণ ও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭২৬ জন এবং মারা গেছেন ৩১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ৫২ হাজার ২৭১ জন এবং মোট মৃত্যু ২৯ হাজার ৫৩০ জন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *