সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩০ জন। এই সময়ের মধ্যে কারও মৃত্যু হয়নি।
মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত এ তথ্য রেকর্ড করেছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৭ জন, দক্ষিণ সিটিতে ৬৪ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাতজন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন রয়েছেন।
একই সময়ে ৪২০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ২৮ হাজার ৪০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
১ জানুয়ারি থেকে ২৭ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৯৪৪ জন এবং মারা গেছেন ১১৮ জন।