দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৩৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারা যাওয়া দুজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের একজন নারী ও একজন পুরুষ। বয়স যথাক্রমে ৪২ এবং ৫২ বছর।
এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৩২ জনের মৃত্যু হলো। একই সময়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৮৩১ জনে।
নতুন ভর্তি ৩৬৪ জনের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৩১ জন। এর বাইরে ঢাকা বিভাগে ৫০ জন, ময়মনসিংহে ২০ জন, চট্টগ্রামে ৭৬ জন, বরিশালে ৪৯ জন এবং খুলনায় ৩৮ জন রোগী ভর্তি হয়েছেন। তবে রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগে নতুন কোনো রোগী ভর্তি হয়নি।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৫৪৬ জন। এর মধ্যে ঢাকায় ৫১১ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৩৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জুলাই মাসে, ৪১ জন। এরপর আগস্টে ৩৯ জন, জুনে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন এবং ফেব্রুয়ারিতে ৩ জনের মৃত্যু হয়। মার্চ মাসে কেউ মারা যাননি। সেপ্টেম্বরের প্রথম ছয় দিনে ১০ জনের মৃত্যু হয়েছে।
সংক্রমণের দিক থেকেও জুলাই ছিল সবচেয়ে ভয়াবহ মাস। ওই মাসে হাসপাতালে ভর্তি হন ১০ হাজার ৬৮৪ জন। আগস্টে ভর্তি হয়েছেন ১০ হাজার ৪৯৬ জন। এ ছাড়া জুনে ৫ হাজার ৯৫১, মে মাসে ১ হাজার ৭৭৩, এপ্রিলে ৭০১, মার্চে ৩৩৬, ফেব্রুয়ারিতে ৩৭৪ এবং জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন রোগী ভর্তি হয়েছিলেন। সেপ্টেম্বরের ছয় দিনে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৫৫ জন।