ডিসেম্বরে নির্বাচন করতে সংস্কার এগিয়ে নিতে বললেন ইউনূস

টাইমস রিপোর্ট
1 Min Read
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার কার্যালয়
Highlights
  • প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে সামনে রেখে সর্বসম্মত সংস্কার এবং রাজনৈতিক ঐক্যের ভিত্তি গড়ে তুলতে হবে। এজন্য তিনি সব পক্ষকে কার্যক্রম ত্বরান্বিত করার তাগিদ দেন।

ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান মুহাম্মদ ইউনূস।

শনিবার (১২ এপ্রিল) বিকেলে সরকারি বাসভবন যমুনায় ঐকমত্য কমিশনের দুই সদস্যের সঙ্গে বৈঠকে এমন আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ এবং সদস্য ড. বদিউল আলম মজুমদার। আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার।

বৈঠকে কমিশনের চলমান কার্যক্রম সম্পর্কে চেয়ারম্যানকে অবহিত করেন আলী রীয়াজ ও বদিউল আলম।

তারা জানান, সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে ইতোমধ্যে ৮টি রাজনৈতিক দলের সঙ্গে পৃথকভাবে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিএনপি’র সঙ্গে আলোচনার সময় নির্ধারিত রয়েছে।

এছাড়াও জনমত যাচাই ও সচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও জানান তারা।

সবশেষে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে সামনে রেখে সর্বসম্মত সংস্কার এবং রাজনৈতিক ঐক্যের ভিত্তি গড়ে তুলতে হবে। এজন্য তিনি সব পক্ষকে কার্যক্রম ত্বরান্বিত করার তাগিদ দেন।

Share This Article
1 Comment
  • After examine a few of the blog posts on your website now, and I really like your manner of blogging. I bookmarked it to my bookmark website checklist and will be checking again soon. Pls check out my website online as well and let me know what you think.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *