প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম (অব.) ও তার স্ত্রী লুবনা আফরোজের নামে আশুলিয়ায় থাকা তাদের ৯ তলা বাড়ি, পল্লবীতে থাকা একটি ফ্ল্যাট ও ২৩ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, জব্দ করা সম্পদের মূল্য চার কোটি ৫২ লাখ টাকা। একইসঙ্গে সাইফুল আলমের তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।
দুদকের উপ পরিচালক তাহাসীন মুনাবীল হক এসব সম্পদ জব্দের আবেদন করেন।
আবেদনে বলা হয়, সাইফুল আলমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আদায় করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব বিষয় অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।
অনুসন্ধানকালে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা ব্যাংক হিসাবের অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। দুদকের অনুসন্ধান শুরুর পর ফ্ল্যাট এবং নয় তলা বাড়ি হেবা দলিলের মাধ্যমে দুই মেয়ে ও স্ত্রীকে প্রদান করে সম্পদ গোপন করার চেষ্টা করেছেন আসামি। এজন্য সুষ্ঠু তদন্তের স্বার্থে তার সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন।
গত ১৩ জানুয়ারি ডিজেএফআইয়ের সাবেক ডিজি মেজর জেনারেল সাইফুল আলমকে (অব.) আটক করা হয়। তার আগে ১১ সেপ্টেম্বর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সেনাবাহিনী।
এর আগে ৪ সেপ্টেম্বর সাইফুল আলম ও তার স্ত্রী লুবনা আফরোজের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে তাদের সন্তান ও মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।