ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সদ্য বহিষ্কৃত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্য সচিব এবং স্বতন্ত্র ‘ডিইউ ফার্স্ট’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাহিন সরকার।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি। তবে কী কারণে তার এই সিদ্ধান্ত তা জানাননি মাহিন।
বৃহস্পতিবার রাতেও হলে হলে জনসংযোগ করেছেন ১২ নম্বর ব্যালটের এই প্রার্থী, সেই ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্টও করেছেন।
নিজে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে ডাকসু নির্বাচনে একই পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের আবু বাকের মজুমদারের প্রতি সমর্থন ঘোষণা করেছেন মহিন।
তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে গণঅভ্যুত্থানের শক্তির ঐক্য প্রয়োজন। সেই জায়গা থেকে আমি মনে করি, আবু বাকের মজুমদার নির্বাচিত হলে শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধ নেতৃত্ব তৈরি হবে।’
‘আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি জানাচ্ছি এবং সকল শিক্ষার্থীদের আহ্বান করছি তাকে সাধারণ সম্পাদক পদে ভোট দিতে।’
ডাকসু নির্বাচনের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের কোনো সুযোগ না থাকায় ভোটের দিন প্রার্থী তালিকায় থাকবে মাহিন সরকারের নাম। তবে নাম থাকলেও তিনি কার্যত লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন বলেই জানালেন সবাইকে।
এর আগে ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থীতা ঘোষণা কয়েক ঘণ্টার মধ্যেই ‘গুরুতর শৃঙ্খলাভঙ্গের’ অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে দল থেকে বহিস্কার করা হয়।