ডাকসু নির্বাচন: ক্যাম্পাসে প্রবেশাধিকার সীমিত করল প্রশাসন

টাইমস রিপোর্ট
2 Min Read

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে বেধে দেওয়া নিয়ম-কানুনের কথা জানানো হয়েছে।

সেখানে বলা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আগামী সোমবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো অর্থাৎ শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে। এসময় কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাই প্রবেশ করতে পারবেন।

শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যদের নিজের পরিবারের বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্রের ফটোকপি দেখিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন যেমন অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না বলেও জানিয়েছে প্রশাসন।

এই সময়ের জন্য বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখতে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে এটাও বলা হয়েছে, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্য যারা বিশ্ববিদ্যালয়ে কর্মরত নয় বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, তারা জরুরি প্রয়োজনে ক্যাম্পাসে আসা-যাওয়া করতে চাইলে প্রক্টর অফিস থেকে নিরাপত্তা পাস সংগ্রহ করতে হবে।

আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ডাকসুর ভোটগ্রহণ।

নির্বাচনের আগের দিন ও নির্বাচনের দিন মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, আগামী ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত ব্যক্তি বা সংগঠনগুলো হল ও ক্যাম্পাসে প্রচার কার্যক্রম চালাতে পারবেন। তবে কোনো প্রার্থী সামাজিক, আর্থিক বা সেবামূলক কার্যক্রম, মজলিশ-মাহফিল আয়োজন বা ধর্মীয় প্রতিষ্ঠান/প্রাঙ্গণে প্রচারণা চালাতে পারবেন না।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *