
রাজধানীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের সামনে সোমবার ভোরে একটি ককটেল বিস্ফোণের ঘটনা ঘটেছে। এছাড়া একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আরো ছয়টি ককটেল পাওয়া গেছে। কারা কি উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। শাহবাগ থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, ভোর সাড়ে ছয়টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের সামনে, হাইকোর্ট মাজার গেট ও রাস্তার বিপরীত পাশ থেকে দুটি ককটেল ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এ সময় একটি ককটেল মাজার গেটের সামনে বিস্ফোরিত হয়, অন্যটি হাইকোর্টের সামনে পাশের সড়কে অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।
পরে পুলিশের ‘বম্ব ডিসপোজাল ইউনিট’ ঘটনাস্থলে গিয়ে অবিষ্ফোরিত ককটেল উদ্ধারের পাশাপাশি ঘটনাটি তদন্ত করে দেখে। ওই এলাকার সিসিটিভি ফুটেজে জড়িতদের সনাক্তের চেষ্টা করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, সকালে বিশ্ববিদ্যালয়ের আইন ভবনের পাশের একটি গাছের নিচে অবিস্ফোরিত ছয়টি ককটেল দেখতে পান নিরাপত্তা প্রহরীরা। পরে ঢাবির প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানাকে জানানো হয়।
এরপর ‘বোম্ব ডিসপোজাল ইউনিট’কে জানানো হলে সকাল সাড়ে সকাল ৯টার দিকে তারা ককটেলগুলো নিয়ে যায়।
এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য একদল দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। কারা, কেন বিস্ফোরণ ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে কারা ঘটাতে পারে, তার কিছুটা অনুমান করা যাচ্ছে। তদন্তশেষে বিস্তারিত জানানো হবে।’