টেলিগ্রাম প্রধানের ‘শতাধিক সন্তান’, করলেন সম্পদের সমবণ্টন

2 Min Read
টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পাভেল দুরভ। ছবি: এপি/ইউএনবি

টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পাভেল দুরভ জানিয়েছেন, তার প্রায় ১৩ হাজার ৯০০ কোটি ডলারের সম্পদ শতাধিক সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে দেবেন-এমনকি যেসব সন্তানের জন্ম হয়েছে শুধুমাত্র তার শুক্রাণু দানের মাধ্যমে, তারাও এর অংশীদার হবে।

ফরাসি সাময়িকী লো পঁ-কে দেওয়া এক সাক্ষাৎকারে রুশ বংশোদ্ভূত এই প্রযুক্তি উদ্যোক্তা বলেন, ‘তারা সবাই আমার সন্তান এবং সবারই সমান অধিকার আছে। আমি চাই না আমার মৃত্যুর পর এই সম্পদকে ঘিরে তারা একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে জড়াক।’

দুরভ জানান, যদিও তিনি তিনজন সঙ্গিনীর মাধ্যমে ছয় সন্তানের পিতা হিসেবে স্বীকৃত, তবে প্রায় ১৫ বছর আগে এক বন্ধুকে সাহায্য করতে গিয়ে একটি ক্লিনিকে শুক্রাণু দান শুরু করেন। ওই ক্লিনিকের তথ্যমতে, এখন পর্যন্ত ১২টি দেশে তার শুক্রাণু থেকে ১০০টিরও বেশি সন্তানের জন্ম হয়েছে।

সাক্ষাৎকারে দুরভ বলেন, ‘আমি উইল তৈরি করে ফেলেছি। তবে আমার সন্তানরা কেউই ৩০ বছর বয়স হওয়ার আগে ওই সম্পদের কোনো অংশ স্পর্শ করতে পারবে না। আমি চাই তারা সাধারণ মানুষের মতো করে নিজেদের পথ গড়ে তুলুক, কেবল ব্যাংক ব্যালেন্সের ওপর নির্ভর না করে কিছু সৃষ্টি করুক।’

এদিকে ফ্রান্সে তার বিরুদ্ধে আনা অপরাধমূলক অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এসব ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি কোনো অন্যায় করিনি।’

টেলিগ্রাম বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বার্তাবিনিময় অ্যাপ, যার মাসিক সক্রিয় ব্যবহারকারী ১০০ কোটির বেশি। গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য অ্যাপটি বিশেষভাবে পরিচিত এবং বহু দেশে বিকল্প যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহার হয়ে আসছে।

নিজের অবস্থান ব্যাখ্যা করে দুরভ বলেন, ‘আমি সবসময় স্বাধীনতার পক্ষে থেকেছি। আর স্বাধীনতার পক্ষে অবস্থান নিলে শত্রুও তৈরি হয়- তার মধ্যে কিছু প্রভাবশালী রাষ্ট্রও আছে ।’
তাই ভবিষ্যতের সম্ভাব্য ঝুঁকি মাথায় রেখেই তিনি আগেভাগে উইল তৈরি করে রেখেছেন বলে জানান।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *