মার্কিন খ্যাতনামা সাময়িকী ‘টাইম ম্যাগাজিন’ ২০২৫ সালের জন্য বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। এতে ‘নেতা’ বিভাগে স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস।
বার্তা সংস্থা বাসস জানায়, এই বিভাগে ইউনূসের সঙ্গে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেইনবোম এবং টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক।
টাইমে ইউনূস সম্পর্কে প্রশংসামূলক নিবন্ধ লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন।
তিনি বলেন, ‘বাংলাদেশে ছাত্রদের নেতৃত্বে গণঅভ্যুত্থানে স্বৈরশাসক প্রধানমন্ত্রী অপসারিত হওয়ার পর, দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার নেতৃত্ব দেন নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস।’
হিলারি আরও উল্লেখ করেন, ‘দশকখানেক আগে ইউনূস প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়ন করতে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। এই ব্যাংকের মাধ্যমে লাখো মানুষ, যাদের ৯৭ শতাংশ নারী, ক্ষুদ্র ঋণ নিয়ে আত্মনির্ভরশীল হয়েছেন এবং নিজেদের মর্যাদা পুনরুদ্ধার করতে পেরেছেন।’
তিনি জানান, ইউনূসের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয়েছিল যুক্তরাষ্ট্রের আরকানসাসে, যেখানে ইউনূসের সহায়তায় বিল ক্লিনটন ও তিনি একই ধরনের ক্ষুদ্র ঋণ কর্মসূচি চালু করেছিলেন। এরপর থেকে তিনি বিভিন্ন দেশে ইউনূসের কাজের ব্যাপক প্রভাব প্রত্যক্ষ করেছেন।