পুলিশের রায়ট ইকুইপমেন্ট সরবরাহাকারী প্রতিষ্ঠান ‘টপআপ’ এর মালিক শেখ হাবিবকে গ্রেপ্তারের দাবি তুলেছেন জুলাই আন্দোলনে আহত ছাত্র-জনতা।
শনিবার গুলশানে নাভানা টাওয়ারের সামনে এ দাবিতে তারা মানববন্ধন করেছেন।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, পুলিশের রায়ট ইকুইপমেন্ট সরবরাহাকারী ‘টপআপ’ শুধু পুলিশ বিভাগকেই নয়, নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের অবৈধভাবে বুলেটপ্রুফ ভেস্ট, হেলমেটসহ রায়ট সরঞ্জাম সরবরাহ করেছে। এর ফলে ছাত্রলীগ-যুবলীগের সদস্যরা পুলিশের ইউনিফর্ম পরে ছাত্রদের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে।
টপআপ নামের প্রতিষ্ঠানটির মালিক আওয়ামী লীগের দোসর শেখ হাবিব ও তার ভাই খোকন এখন বিএনপি-জামায়াতের উপর ভর করেছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। এই প্রতিষ্ঠানের মালিকসহ অভিযুক্তদের গ্রেপ্তার করে তাদের সম্পদ বাজেয়াপ্তের দাবি জানান তারা।
সাত দিনের মধ্যে দাবি পূরণ না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন ছাত্র-জনতা।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা একটি স্মারকলিপি জমা দেন নাভানা টাওয়ার কর্তৃপক্ষের পাশাপাশি গুলশান থানায়।