জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি নাহিদের

টাইমস রিপোর্ট
2 Min Read
শেরপুরে এনসিপির পদযাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: এনসিপির ফেসবুক থেকে নেওয়া

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সারাদেশে সুষম উন্নয়নের রাজনীতি করতে চায় বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার বিকেলে শেরপুরে এনসিপির পদযাত্রায় তিনি বলেন, ‘বিগত ১৭ বছরে শেখ হাসিনা শেরপুরের উন্নয়নের জন্য কোনো কাজ করেননি। তিনি শুধু তার পছন্দের কিছু জেলায় উন্নয়ন করেছেন। এনসিপি শেরপুরসহ সারাদেশে সুষম উন্নয়নের রাজনীতি করবে।’

শেরপুরসহ সীমান্তবর্তী অঞ্চলে ভারত থেকে ‘পুশ ইন’-এর বিরোধিতা করে নাহিদ ইসলাম আরও বলেন, ‘শিক্ষা ও স্বাস্থ্য খাতে পিছিয়ে থাকা এই অঞ্চলের মানুষ প্রায়ই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। বনাঞ্চল ধ্বংসের কারণে হাতি লোকালয়ে চলে আসে।’

তিনি জানান, আগামী ৩ আগস্ট ঢাকায় সমাবেশ হবে। ‘জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পরও আমরা কোনো দৃশ্যমান বিচার দেখিনি। আওয়ামী লীগের দোসররা প্রশাসনে লুকিয়ে আছে। আওয়ামী লীগের নেতাকর্মী ও এমপিদের যারা পৃষ্ঠপোষকতা করছে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলার চেষ্টা করেছিল। গোপালগঞ্জ তো বটেই, দেশের কোনো জায়গায় আমরা মুজিববাদকে মাথা তুলতে দেব না,’ বলেন নাহিদ ইসলাম।

এক ব্যক্তিকেন্দ্রিক রাষ্ট্রের ক্ষমতা থাকতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, ‘৫ আগস্টের মধ্যে যেকোনো মূল্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং তা নতুন সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।’

সভায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, ‘প্রতিরোধের বাংলাদেশে কাউকে পীর মানা হবে না।’

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন অভিযোগ করেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুলিশ সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

সমাবেশে এনসিপির প্রধান সমন্বয়কারী নাসিরউদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ শেরপুরের বিভিন্ন উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *