‘জুলাই সনদ’-এর ভিত্তিতে নির্বাচনের দাবি জামায়াতের

টাইমস রিপোর্ট
3 Min Read
সংবাদ সম্মেলনে কথা বলছেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঐতিহাসিক দৃষ্টান্ত অনুসরণ করে অনতিবিলম্বে ‘জুলাই জাতীয় সনদ’ প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এই সনদের ভিত্তিতেই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।

বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। অতীতে সব গ্রহণযোগ্য নির্বাচনে অংশ নিয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে। সারাদেশে নির্বাচনী প্রস্তুতিও চলছে। তবে লক্ষ্য করা যাচ্ছে, নির্বাচন উপযোগী পরিবেশ গড়ে তুলতে সরকার ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা ঘোষিত টাইমলাইন অনুযায়ী নির্বাচনকে সর্বজনগ্রাহ্য করতে হলে জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে প্রণীত জুলাই সনদকে দ্রুত আইনি ভিত্তি দিতে হবে। অধ্যাদেশ, এলএফও (লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার) অথবা গণভোটের মাধ্যমে এই ভিত্তি দেওয়া যেতে পারে।’

আবদুল্লাহ তাহের বলেন, বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সময়ের রাজনৈতিক পরিবর্তনের পর সেই প্রক্রিয়াকে আইনি কাঠামোর আওতায় আনার উদাহরণ রয়েছে। যেমন- ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের পর এলএফওর মাধ্যমে ১৯৭০ সালের নির্বাচন হয় এবং নির্বাচিত গণপরিষদ ১৯৭২ সালের সংবিধান অনুমোদন করে।

তিনি বলেন, স্বাধীনতার ঘোষণাপত্রের ভিত্তিতে গঠিত মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সামরিক প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়ে গণভোট ও অধ্যাদেশের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন এবং দল গঠনসহ রাষ্ট্র পরিচালনার কার্যক্রম চালান, যা পরবর্তীতে সংসদ বৈধতা দেয়।

তাহের আরও বলেন, ১৯৯০-এর গণঅভ্যুত্থানের পর তিন জোটের রূপরেখায় বিচারপতি সাহাবুদ্দিনের নেতৃত্বে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলেও তার আইনি ভিত্তি না থাকায় রূপরেখায় উল্লেখিত বহু সংস্কার বাস্তবায়ন হয়নি।

সেই অভিজ্ঞতা মাথায় রেখে এবার কেন জুলাই ঘোষণাকে আইনি ভিত্তি দেওয়া হবে না, তা বোধগম্য নয়,’ বলেন তাহের।

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই জুলাই সনদকে দ্রুত আইনি কাঠামোয় আনতে হবে। তা না হলে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম ব্যর্থ হয়ে যাবে।’

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর জন্য সমান সুযোগ তৈরির দাবি জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করাও জরুরি। তিনি আরও বলেন, প্রশাসনের ভেতরে ‘স্বৈরাচারের দোসরদের’ চিহ্নিত করে তাদের অপসারণ করতে হবে।

তাহের বলেন, ‘জনগণ অনেক প্রত্যাশা নিয়ে জুলাই ঘোষণার দিকে তাকিয়ে ছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় জনগণের মধ্যে, বিশেষ করে শহীদ ও আহতদের পরিবার এবং আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।’

তিনি বলেন, ‘ঐকমত্য কমিশনের মাধ্যমে যে রূপরেখায় জুলাই সনদ প্রণয়ন ও বাস্তবায়ন হবে, তা জাতির কাছে এখনো অস্পষ্ট। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই- জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে অবিলম্বে এই সনদের মৌলিক বিষয়গুলো প্রণয়ন ও প্রকাশ করা হোক।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *