দীর্ঘতম সময় ধরে চলে আসা দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। হানিফ সংকেতের এ অনুষ্ঠানের সঙ্গে একাধিক প্রজন্মের শৈশব-কৈশোরের স্মৃতি জড়িয়ে আছে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার রবিউল ইসলাম জীবনও তেমনই একজন। ছোটবেলায় অসীম আগ্রহ আর কৌতূহল নিয়ে অনুষ্ঠানটি দেখতেন, মুগ্ধ হতেন সবার মতো। সেই স্মৃতি বিজড়িত ইত্যাদির জন্যই এবার গান লিখলেন জীবন।
গানের শিরোনাম ‘আমাকে না বলে’; সুর ও সংগীতায়োজনে ইমরান মাহমুদুল। গানটিতে কণ্ঠ দিয়েছেন রবি চৌধুরী ও আঁখি আলমগীর। ইত্যাদির নতুন পর্বে থাকছে গানটি। এ পর্ব ধারণ করা হয়েছে ভোলার চরফ্যাশনে শতবর্ষী এক স্কুলের প্রাঙ্গণে।
রবিউল ইসলাম জীবন বলেন, “আমাদের ছোটবেলা, কৈশোর-তারুণ্যের আনন্দের বড় একটা অংশজুড়ে ছিল ‘ইত্যাদি’। সেই সাদাকালো টিভি, এ দোকান থেকে ও দোকান, বিদ্যু চলে গেলে অন্য কারও বাড়ি, অনুষ্ঠানটি দেখার জন্য আবেগ-পাগলামির শেষ ছিল না! বড়বেলায় এসে এই প্রথমবার সেই ‘ইত্যাদি’র জন্য গান লিখলাম। এ অনুভূতি আসলেই অসাধারণ। তারওপর গানটির সুর-সংগীত করেছে ইমরান, যার সঙ্গে আমার বহু গান শ্রোতারা ভালোবেসে গ্রহণ করেছেন। আশা করছি এবারও সে ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”
শুক্রবার (২৯ আগস্ট) রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচারিত হবে ইত্যাদির নতুন এ পর্ব। বরাবরের মতই পরিচালনা ও উপস্থাপনায় হানিফ সংকেত।