জি-৭ সম্মেলনের সফরসূচি কাটছাঁট করে ফিরছেন ট্রাম্প

টাইমস রিপোর্ট
2 Min Read
জি-৭ সম্মেলন শেষে দ্রুত বের হয়ে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এফপি/ইউএনবি

জি-৭ সম্মেলনের সফরসূচি কাটছাঁট করে আগেই দেশে ফিরছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলন থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমাকে ফিরতে হবে। এটা খুবই জরুরি।’

হোয়াইট হাউস জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির জন্যই জি-৭ সম্মেলনের সূচি সম্পূর্ণ না-করে ফিরতে হচ্ছে ট্রাম্পকে। মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও মঙ্গলবার রাতেই ওয়াশিংটনে ফিরছেন বলে জানা গেছে।

হোয়াইট হাউসের প্রেসসচিব ক্যারোলিন লেভিট জানান, মধ্যপ্রাচ্যে যা চলছে, তার কারণেই জি-৭ রাষ্ট্রনেতাদের সঙ্গে নৈশভোজের পরে যুক্তরাষ্ট্রে ফিরে আসবেন ট্রাম্প।

সিএনএন তাদের প্রতিবেদনে জানিয়েছে, যত দ্রুত সম্ভব ইরানের সঙ্গে বৈঠকে বসার চেষ্টা করার জন্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ট্রাম্প।

জি-৭ বৈঠকের সূচিতে ট্রাম্প কাটছাঁট করার খবর প্রকাশ্যে আসার কিছু আগেই নিজের সমাজমাধ্যম হ্যান্ডলে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তেহরান থেকে সকলকে অন্যত্র সরে যাওয়ার জন্য বলেন তিনি। যদিও এর কোনও কারণ ওই পোস্টে উল্লেখ করেননি ট্রাম্প।

তিনি লেখেন, ‘আমি যে ‘চুক্তি’তে ইরানকে সই করতে বলেছিলাম, তা ইরানের করে নেওয়া উচিত ছিল। কী লজ্জার বিষয়, মানুষের জীবন কীভাবে নষ্ট হচ্ছে! সহজ ভাষায় বলতে গেলে, ইরান পরমাণু অস্ত্র রাখতে পারে না। আমি বার বার বলেছি!’

এরপর তিনি লেখেন, ‘অবিলম্বে সবাইকে তেহেরান ত্যাগ করতে হবে।’

সম্মেলনে ট্রাম্প তার বক্তৃতায় বলেন, ‘আমি যা দেখছি, তা হয়তো আপনারাও দেখতে পাচ্ছেন। আমাকে যত দ্রুত সম্ভব ফিরে যেতে হবে।’

জি-৭ নেতারা সম্মেলন থেকে একটি যৌথ বিবৃতি প্রদান করেছেন। সেখানে তারা গাজায় যুদ্ধবিরতিসহ মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছেন।

তারা বলেন, আমরা মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, সেটা আবারও পুনর্ব্যক্ত করছি। যদিও ‘ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে’ বক্তব্যের মধ্যদিয়ে প্রথমে হামলা করা ইসরায়েলের পাশে থাকার ইঙ্গিত দিয়েছেন তারা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *