ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রু বড় অপরাধ করেছে, শাস্তি পেতেই হবে। ইসরায়েলকে শাস্তি দেওয়া অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের হামলার পর এটিই ছিল তার প্রথম প্রতিক্রিয়া।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে খামেনির এ বিবৃতি প্রকাশ করা হয়েছে। আল জাজিরা এ সংক্রান্ত তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
খামেনি তার পোস্টে লেখেন, ‘জায়নবাদী শত্রু একটি বড় ভুল করেছে, একটি ভয়াবহ অপরাধ করেছে; এর জন্য অবশ্যই শাস্তি পেতে হবে- এবং তারা সেই শাস্তি এখনই পাচ্ছে ।’
১৩ জুন ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালানোর পর, ইরানও পাল্টা প্রতিরোধে নামে। ওই ঘটনার পর থেকেই আয়াতুল্লাহ খামেনি নিরাপত্তার জন্য নিজ বাসভবন ত্যাগ করে একটি বাংকারে আশ্রয় নিয়েছেন। তিনি সরাসরি যোগাযোগ কার্যত বন্ধ রেখেছেন।
৮৬ বছর বয়সী এই নেতা আশঙ্কা করছেন, তাকে হত্যার জন্য ইসরায়েল বা যুক্তরাষ্ট্র অভিযান চালাতে পারে। এমন পরিস্থিতির জন্য তিনি ইরানের সর্বোচ্চ নেতৃত্বে পরিবর্তনের নির্দেশনাও আগেভাগেই দিয়ে রেখেছেন।
ইরানে আইনসভা, বিচারব্যবস্থা, নির্বাহী শাখা ও সামরিক বাহিনীর সর্বোচ্চ কর্তৃত্ব আয়াতুল্লাহ খামেনির হাতে। তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয়।