জাপা নিষিদ্ধের দাবি ৪০ দলের নেতাদের

টাইমস রিপোর্ট
2 Min Read

গণঅধিকার পরিষদের আহ্বানে আয়োজিত সংহতি সমাবেশে ৪০টিরও বেশি রাজনৈতিক দল জাতীয় পার্টির (জাপা) রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে।

শুক্রবার রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত এ সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে নেতারা হামলাকারীদের বিচার, জাপা ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তোলেন।

সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বিপ্লবী ওয়ার্কাস পার্টি, গণসংহতি আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), খেলাফত মজলিসসহ ফ্যাসিবাদ বিরোধী ৪০টিরও বেশি রাজনৈতিক দল সংহতি প্রকাশ করে।

নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করেছে। তাদের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দল শেখ হাসিনাকে স্বৈরাচার হতে সহযোগিতা করেছে। ফ্যাসিবাদ ফেরাতে জাতীয় পার্টি মাথাচাড়া দিয়ে উঠছে। অপরাধে জড়িত থাকার পরও দলটি এখন দেশকে অস্থির করতে ষড়যন্ত্র চালাচ্ছে। তাই জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটকে নিষিদ্ধ করার দাবি জানান তারা।

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ। ছবি: ভিডিও থেকে নেওয়া

সমাবেশ শেষে নুরুল হক নুরের ওপর হামলাকারীদের দ্রুত বিচারসহ তিন দফা দাবি আদায়ে শপথ নেন অংশগ্রহণকারীরা।

এদিকে একই দিন সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা হয়েছে। মিছিল নিয়ে আসা একদল লোক ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।

হামলার সময় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রস্তুতি সভা চলছিল। আকস্মিক আক্রমণে নেতাকর্মীরা ছোটাছুটি শুরু করলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে। পরে এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ ঘটনার জন্য গণঅধিকার পরিষদকে দায়ী করেছে জাতীয় পার্টি।

আইন-শৃঙ্খলা বাহিনীর  হামলায় গুরুতর আহত দলের সভাপতি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *