যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ি আমদানিতে ১২ দশমিক পাঁচ শতাংশ শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার একটি নির্বাহী আদেশে সই করে জাপানি গাড়ি আমদানির ওপর ১৫ শতাংশ শুল্ক নির্ধারণ করেন তিনি।
বিবিসি’র খবরে বলা হয়, গত জুলাইয়ে জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে পাল্টাপাল্টি শুল্ক (রেসিপ্রোক্যাল ট্যারিফ) আরোপের ঘোষণা দেন ট্রাম্প।
জাপানের অর্থনীতি মূলত রপ্তানিনির্ভর। এককভাবে কেবল গাড়ি রপ্তানির মাধ্যমেই দেশটির মোট বৈদেশিক আয়ের ২০ শতাংশ উপার্জন আসে। এই পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্তে সেসময় টয়োটা জানিয়েছিল, মার্কিন শুল্কের প্রভাবে এ বছর তাদের প্রায় ১০ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে।
এরপর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা ও শুল্ক চুক্তি করতে মরিয়া হয়ে ওঠে টোকিও। তারই ধারাবাহিকতায় জাপানের গাড়িতে শুল্ক কমিয়ে দেশটির সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির আনুষ্ঠানিক রূপ দিলেন মার্কিন প্রেসিডেন্ট।
নতুন চুক্তির আওতায় গাড়ি ও ওষুধসহ যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত প্রায় সব জাপানি পণ্যের ওপর ১৫ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে। শুল্ক কমানোয় টয়োটা, হোন্ডা এবং নিসানের মতো গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর যুক্তরাষ্ট্রে বাণিজ্য অনিশ্চয়তা অনেকটাই কমে এল।
হোয়াইট হাউস জানিয়েছে, দুই দেশের স্বার্থ রক্ষা করে এমন বাণিজ্য চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রকল্পে ৫৫০ বিলিয়ন ডলার (৪১০ বিলিয়ন পাউন্ড) বিনিয়োগ করবে জাপান সরকার। সেইসঙ্গে ধাপে ধাপে টোকিওর বাজার মার্কিন পণ্যের জন্য উন্মুক্ত করবে।