নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, ‘পুরোনো দুর্বৃত্তায়নের রাজনীতি দেশে আর চলবে না; জনগণের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। জাতীয় স্বার্থে সবার ঐক্যবদ্ধ থাকতে হবে।’
শুক্রবার যশোর টাউন হল মাঠে গণঅধিকার পরিষদের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকতে পারে, তবে আওয়ামী লীগের বিরুদ্ধে সবার অবস্থান একই হওয়া জরুরি।’
‘যারা এখনো ক্ষমতার দাপট দেখাচ্ছেন, তাদের উচিত পতিত স্বৈরাচারদের দিকে তাকানো। দীর্ঘদিন ধরে লুটপাটকারীরা রাজনীতিকে জমিদারি প্রথা বানিয়ে রেখেছিল। কিন্তু এই দেশে আর লুটপাটের রাজনীতি চলবে না।’
সংস্কারের প্রক্রিয়ায় সব দলের মতামতের প্রতিফলন হয়নি বলে হতাশা প্রকাশ করে নূর বলেন, ‘জুলাই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছতে না পারায় তা দুর্ভাগ্যজনক।’
পুরোনো ব্যবস্থার মাধ্যমে নতুন রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
মহাসমাবেশে সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি এ.বি.এম আশিকুর রহমান। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখপাত্র ও সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের অর্থ সম্পাদক রাশিদুর রহমান নিউটন।