জাকসু নির্বাচন: ভিপি প্রার্থী জনের প্রার্থিতা বাতিল

টাইমস রিপোর্ট
1 Min Read
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি পদপ্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিল। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি পদপ্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

তিনি ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেল থেকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং প্রচারও চালাচ্ছিলেন। শনিবার দুপুরে জাকসুর ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে তার প্রার্থিতা বাতিলের ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক অমর্ত্য রায় জন (রেজি নং-৪৬৯৮৪) জাকসুর গঠনতন্ত্রের ৪ ও ৮ ধারায় বর্ণিত শর্ত অনুযায়ী ভোটার এবং প্রার্থী হওয়ার জন্য অযোগ্য বিবেচিত হয়েছেন। এ কারণে তার নাম ভোটার ও প্রার্থী তালিকা থেকে প্রত্যাহার করা হয়েছে।

‘সম্প্রীতি ঐক্য’ প্যানেল ২৯ আগস্ট তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। সাধারণ সম্পাদক পদে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৭ ব্যাচের শরণ এহসান (সাবেক সভাপতি, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট), যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে নৃবিজ্ঞান বিভাগের নুর এ তামীম স্রোত (সভাপতি, জহির রায়হান চলচ্চিত্র সংসদ), এবং যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ফারিয়া জামান নিকি (সাধারণ সম্পাদক, জাহাঙ্গীরনগর ফটোগ্রাফি সোসাইটি) লড়াই করবেন।

এই প্যানেলে ছাত্র ইউনিয়নের একটি অংশ, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন, ইন্ডিজেনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, গণকৃষ্টি, চলচ্চিত্র আন্দোলন, জহির রায়হান চলচ্চিত্র সংসদ, জাহাঙ্গীরনগর ফটোগ্রাফি সোসাইটি, জাহাঙ্গীরনগর থিয়েটার অডিটোরিয়াম, জলসিঁড়ি সংগঠনগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *