জন্মদিনে ইউনূসকে তারেকের শুভেচ্ছা

টাইমস রিপোর্ট
1 Min Read
লন্ডনে একান্ত বৈঠকের আগে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: প্রধান উপদেষ্টার কার্যালয়

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারেক রহমানের পক্ষে জন্মদিনের কেক ও ফুলের তোড়া পৌঁছে দেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।

প্রধান উপদেষ্টার সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম তা গ্রহণ করেন বলে বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মবার্ষিকী শনিবার।

১৯৪০ সালের এই দিনে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন মুহাম্মদ ইউনূস। দুলা মিঞা সওদাগর ও সুফিয়া খাতুন দম্পতির সন্তান বিশ্বব্যাপী ব্যাংকিং সিস্টেমে ক্ষুদ্রঋণের ‘অগ্রদূত’ হিসেবে পরিচিত।

বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা তাকে শুভেচ্ছা জানানোর জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *