এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানকে অপসারণ করা না হলে শনিবার থেকে সারা দেশের সব কর, শুল্ক এবং ভ্যাট অফিস সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে সংস্থাটির সংস্কার ঐক্য পরিষদ।
সোমবার আগারগাঁওয়ে এনবিআর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে কাউন্সিলের সভাপতি হাসান মুহাম্মদ তারেক রিকাবদার ও সাধারণ সম্পাদক সেহেলা সিদ্দিকা এ তথ্য জানান।
তারা অভিযোগ করেন, ‘চেয়ারম্যান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক এজেন্ট’ হিসেবে কাজ করছেন এবং দেশের রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, খবর ইউএনবির।
এর আগে চলমান বিক্ষোভের অংশ হিসেবে ঢাকার বিভিন্ন এনবিআর অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা সোমবার এনবিআর সদর দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করেন।
সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলম-ধর্মঘটও পালিত হয়েছে। যেখানে বেশ কয়েকজন প্রতীকী সাদা কাফন পরেও অংশগ্রহণ করেছেন।
তাদের অভিযোগ, রোববার আয়কর শাখার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এটা ‘প্রতিশোধমূলক ব্যবস্থা’ বলে মনে হয়েছে। এর মধ্যে গোয়েন্দা ও তদন্ত ইউনিটের দুইজন, এনবিআর বোর্ড অফিসের একজন এবং ঢাকা ও কুমিল্লার কর অঞ্চলের আরও দুইজন কর্মকর্তা রয়েছেন।
সংবাদ সম্মেলনে কাউন্সিল এই বদলিকে ‘প্রতিহিংসামূলক ও নিপীড়নমূলক’ আখ্যা দিয়ে বলেছে, সোমবারের মধ্যে আদেশ প্রত্যাহার না করা হলে মঙ্গলবার থেকে নতুন করে প্রতিবাদ শুরু হবে।
নতুন কর্মসূচিতে আন্তর্জাতিক যাত্রী পরিষেবা ও রপ্তানি ব্যতীত সারা দেশের সকল কর, শুল্ক ও ভ্যাট অফিসে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অবস্থান ধর্মঘট এবং কলম ধর্মঘট অন্তর্ভুক্ত রয়েছে।
যদি আবার একই রকম বদলি আদেশ জারি করা হয়-তাহলে ২৫ এবং ২৬ জুন দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অবস্থান ধর্মঘট এবং কলম ধর্মঘটসহ আরও কর্মসূচি পালন করা হবে। এসব কর্মসূচি চলাকালে আন্তর্জাতিক যাত্রী এবং রপ্তানি পরিষেবাও অব্যাহত থাকবে বলেও যোগ করেন তারা।