চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইজিবাইক ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে বরকত আলি (৫৫) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। রোববার উপজেলার মোক্তারপুর মোল্লা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বরকত আলি দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের মৃত বুদো মোল্লার ছেলে। তিনি হাতিভাঙ্গা মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হাসান আলি জানান, সকালে বরকত আলি কার্পাসডাঙ্গা বাজার থেকে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন। পথে মোক্তারপুর মোল্লাবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত অবৈধ যান আলমসাধুর সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। বরকত আলি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’