বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’। এতে দেশের ডিজিটাল অর্থ লেনদেনে নতুন অধ্যায়ের সূচনা হল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার তিনি এক বিবৃতিতে লেখেন, ‘অর্থ লেনদেনে নতুন যুগের সূচনা! স্বাগত জানাই গুগল পে-কে বাংলাদেশে। এখন লেনদেন হবে আরও সহজ, আরও স্মার্ট!”
তিনি আরও উল্লেখ করেন, ‘বাংলাদেশে আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘‘গুগল পে’’। প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
বিশ্বের বহু দেশে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া গুগল পে-এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজে স্মার্টফোনে লেনদেন, বিল পরিশোধ এবং মোবাইল ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারেন। সেবা চালুর ফলে বাংলাদেশের ডিজিটাল অর্থনৈতিক অবকাঠামো আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।