চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’

টাইমস রিপোর্ট
1 Min Read
চারুকলায় নববর্ষের শোভাযাত্রা উপলক্ষে তৈরি করা মোটিফ ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ পুরোপুরি ও ‘শান্তির পায়রা’ আংশিক পুড়ে গেছে। ছবি: সংগৃহীত
Highlights
  • প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘সম্ভবত তখনই কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উপলক্ষে তৈরি করা মোটিফ ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ পুরোপুরি ও ‘শান্তির পায়রা’ আংশিক পুড়ে গেছে। সংশ্লিষ্টরা ধারণা, এটি একটি ‘নাশকতা’।

চারুকলার শিক্ষক-শিক্ষার্থীরা জানিয়েছেন, শনিবার (১২ এপ্রিল) ভোর পাঁচটার দিকে আগুন লাগে। দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরা তখন নামাজে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘সম্ভবত তখনই কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে।’

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম জানান, দুটি মোটিফই ক্ষতিগ্রস্ত হয়েছে, একটি পুরোপুরি, অন্যটি আংশিক।

‘মঙ্গল শোভাযাত্রা’ নয়, এবার ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’

নানা বিতর্কের পর ‘মঙ্গল শোভাযাত্রা’ নামটি বাদ দিয়ে এবারের অনুষ্ঠানে নতুন নাম রাখা হয় ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। শোভাযাত্রায় বড়, মাঝারি ও ছোট মোটিফ মিলিয়ে থাকবে শতাধিক শিল্পকর্ম। এর মধ্যে ৬টি বড় মোটিফের আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া মোটিফটি ছিল– দাঁতাল নারীর মুখাকৃতি—যার মাথায় খাড়া দুটি শিং থাকবে। এটি বাঁশ ও কাগজ দিয়ে তৈরি।

শুক্রবার (১১ এপ্রিল) আয়োজকরা জানিয়েছিলেন, এটি প্রতীকীভাবে ফ্যাসিবাদকে তুলে ধরবে।

ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেছিলেন, ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি দেখে কেউ যদি কারো সঙ্গে মিল খুঁজে পান, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত উপলব্ধি। আমরা বরাবরের মতোই ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান জানিয়ে আসছি।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *