চারদফা আদায়ে চলছে জবির গণঅনশন

টাইমস রিপোর্ট
2 Min Read
কাকরাইল মসজিদ মোড়ে চলছ জবি শিক্ষার্থীদের গণঅনশন। ছবি;; ইউএনবি

বাজেট বাড়ানসহ চার দফা দাবি আদায়ে কাকরাইল মসজিদ মোড়ে গণঅনশন কর্মসূচি শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

বার্তা সংস্থা ইউএনবি জানায় বিকাল পৌনে চারটায় অনশন শুরু করেন তারা। এ কর্মসূচি শুরুর ঘোষণা দেন শিক্ষক সমিতির মুখপাত্র ও ফিন্যান্স বিভাগের অধ্যাপক মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ ভূইঁয়া।

এর আগে বিকাল ৩টায় সমাবেশে জবি ঐক্যের পক্ষ থেকে এ ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমন।

তিনি বলেন, ‘আন্দোলন এমন জায়গায় এসে পৌঁছেছে যে, আমাদের আর পেছনে ফেরার জায়গা নেই। বিজয় না নিয়ে আমরা ফিরছি না।’

এর আগে গত বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের মতামতের ভিত্তিতে ‘জবি ঐক্যের’ পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক

ড. রইছউদ্দীন এ ঘোষণা দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড়েই অবস্থান করবেন শিক্ষার্থীরা।
অধ্যাপক রইছ উদ্দীন বলেন, ‘আমরা সরকারের নিকট আমাদের অধিকার আদায়ের দাবি জানিয়েছিলাম। আইনশৃঙ্খলা বাহিনী আমাদের উপর হামলা চালিয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের বেধড়ক মেরেছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘কিন্তু আমাদের অধিকারের বিষয়ে কোনো কর্ণপাত করেনি প্রশাসন। এমনকি ৩৫ ঘণ্টা পার হলেও কোনো সিদ্ধান্ত জানায়নি তারা। সরকার থেকে কোনো বার্তাও আসেনি।’

তিনি দাবি আদায়ে গণঅনশন সফল করার আহ্বান জানিয়ে ছাত্র-শিক্ষকের ওপর  পুলিশের হামলার প্রতিবাদে ১৪ মে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় কালো দিবস’ পালনের ঘোষণা দেন তিনি।

শিক্ষার্থীদের চার দফা দাবি হলো- আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি কার্যকর, জ বির ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন এবং শিক্ষকদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের বিচার করা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *