চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে কেন্দ্র করে গঠনতন্ত্র সংস্কার ও দ্রুত তফসিল ঘোষণার দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র মৈত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা।
বৃহস্পতিবার বিকালে চাকসু ভবনের তৃতীয় তলায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত জানান, চাকসুর ‘ছাত্রীবিষয়ক সম্পাদক’ পদটি পরিবর্তন করে ‘নারী অধিকারবিষয়ক সম্পাদক’ পদ রাখার প্রস্তাব করা হয়েছে। এ পদে দায়িত্ব পালনকারী নারী শিক্ষার্থী যৌন নিপীড়নবিরোধী সেল পরিচালনা, নারী নির্যাতন প্রতিরোধে র্যাপিড টিম গঠন ও তার কার্যক্রম তদারকি করবেন।
সংগঠনটি চাকসু নির্বাচনকে ঘিরে পাঁচটি দাবি উত্থাপন করে। দাবিগুলো হলো–চাকসুর ভোটকেন্দ্রগুলো একাডেমিক ভবনে স্থাপন করা, এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের ভোটাধিকার থেকে বাদ দেওয়া, দপ্তর সম্পাদক পদ নারী-পুরুষ সবার জন্য উন্মুক্ত করা, সাইবার বুলিং প্রতিরোধে বিশেষ সেল গঠন ও সংশ্লিষ্টদের ভোটাধিকার বাতিল করা এবং চাকসুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি জশদ জাকির, সহসভাপতি সাইদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক রাম্রা সাইন মারমা, রাজনৈতিক শিক্ষা ও সংস্কৃতবিষয়ক সম্পাদক আহমেদ মুগ্ধসহ অন্যান্য নেতৃবৃন্দ।
তারা অভিযোগ করেন, শিক্ষার্থীদের রাজনীতির চেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজনীতি এখন প্রবল আকার ধারণ করেছে। এই প্রভাব ভাঙা না গেলে চাকসু গঠন হলেও শিক্ষার্থীদের রাজনীতি সংকটের মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।