সাড়ে চার দশকের বেশি সময় ধরে দাপটের সঙ্গে কাজ করা আলোকচিত্রী চঞ্চল মাহমুদ হেরে গেলেন মৃত্যুর কাছে।
শুক্রবার রাত ৯টার দিকে ঢাকার ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে তিনি সেখানে লাইফ সাপোর্টে ছিলেন।
দেশের ‘ফ্যাশন ফটোগ্রাফির’ পরিচিত মুখ চঞ্চল মাহমুদ নিজের নামে ‘চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি’ নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছিলেন। তার অনেক শিক্ষার্থী বর্তমানে গণমাধ্যমসহ বিভিন্ন স্থানে কর্মরত। তিনি বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সদস্য।
বেশ কয়েক বছর ধরে অসুস্থতায় ভুগছিলেন চঞ্চল মাহমুদ। কিডনি ও হার্টের অবস্থা ছিল নাজুক। আগে এক দফা লাইফ সাপোর্ট থেকে ফিরে এলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। সর্বশেষ চার দিন আগে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এ অবস্থায় শুক্রবার দু’দফায় হার্ট অ্যাটাক হলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
শনিবার বাদ যোহর জানাযার পর চঞ্চল মাহমুদকে বনানী কবরস্থানে দাফন করা হতে পারে বলে জানিয়েছেন তার ছাত্র সাহাদাত পারভেজ।