‘মিস্টার টুইস্ট’খ্যাত নির্মাতা ভিকি জাহেদ এ বছরেই তার প্রথম ছবির নির্মাণ শুরু করতে যাচ্ছেন। গুঞ্জন রয়েছে, ছবিটিতে থাকবেন আফরান নিশো। জানা গেছে, ছবিটি আগামী বছর মুক্তি পাবে।
টাইমস অব বাংলাদেশের সঙ্গে আলাপচারিতায় ভিকি সিনেমার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়ে বলেন, ‘প্রত্যেকটা পরিচালকেরই স্বপ্ন থাকে সিনেমা নির্মাণের। আমিও তার অংশ হিসেবে বিভিন্ন ফিকশন বানাচ্ছি। ছবি নির্মাণের জন্য নানাভাবে প্রস্তুতি নিচ্ছি—গল্প ও চিত্রনাট্য নিয়ে। সব চূড়ান্ত হলে জানাবো।’
প্রথম ছবির গল্প হিসেবে তিনি থ্রিলার গল্পকেই বেছে নিয়েছেন। এ ব্যাপারে ভিকির যুক্তি, ‘দর্শক আমাকে পছন্দ করে থ্রিলার, সাসপেন্সের জন্য। তাই প্রথম ছবিতে এর বাইরের গল্প নিয়ে কাজ করতে চাই না। কোনপ্রকার এক্সপারিমেন্টে যেতে চাই না।’
একবার শোনা গিয়েছিল, ভিকি রোমান্টিক গল্পে ছবি বানাবেন। তবে এ ব্যাপারটি পুরোপুরি উড়িয়ে দেননি ভিকি। ‘রোমান্টিক গল্পের ক্ষেত্রে সমস্যা হলো দর্শক পছন্দ করলে অনেক বেশি করে, না করলে একদমই করে না। প্রথম ছবিতে না করলেও পরবর্তীতে করার ইচ্ছে আছে।’
ভিকির প্রথম প্রযোজক হিসেবে থাকছে আলফা-আই এন্টারটেইনমেন্ট।
এদিকে আগামী ৪ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ভিকি জাহেদ পরিচালিত ওয়েব সিরিজ ‘আকা’। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের প্রযোজনায় নির্মিত সিরিজটির প্রধান চরিত্রে রয়েছেন আফরান নিশো।
এছাড়া ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটক ‘খোয়াবনামা’। যেটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। নাটকটির একটি দৃশ্যে তৌসিফ কাফনের কাপড়ে পরে কবরে শুটিং করেছেন। এছাড়া কবরে বেশ কয়েকটি জ্যান্ত সাপ তার গায়ে ছেড়ে দেওয়া হয়েছিল। দৃশ্যটির শুটিং ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচিত হয়েছে। ভিকি জানালেন, সাপের দৃশ্য থাকলেও এটি কোন হরর গল্পের নাটক না। এটি রোমান্টিক গল্পের।
বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করে ভিকি কর্পোরেট চাকরির পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য নির্মাণ শুরু করেন। ২০১৬ সালে ‘মোমেন্টস’ নামক একটি স্বল্পদৈর্ঘ্য নির্মাণের মাধ্যমে তিনি প্রথম আলোচনায় আসেন।