চট্টগ্রামে পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
সোমবার সকালে চট্টগ্রাম ফায়ার সার্ভিস টাইমস অব বাংলাদেশকে জানায়, ওই সড়ক দুর্ঘটনায় প্রথমে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন।
তাৎক্ষণিকভাবে নিহত দুজনের নাম জানা গেছে। তারা হলেন– আকাশ (২৮) ও কালা (৩০)। আকাশের বাড়ি চট্টগ্রামের বারুলিয়ায়। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। নিহত সকলেই পুরুষ।
ফায়ার সার্ভিস জানায়, চট্টগ্রামের আকবর শাহের সিটি গেট এলাকায় ভোর ৪ টা ৫৫ মিনিটে পিকআপ ও কাভার্ডভ্যানের ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে ভোর ৫ টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ৫ কিলোমিটার।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধার কাজ করে।