চট্টগ্রামে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ, আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি

টাইমস রিপোর্ট
1 Min Read
ছবি: সংগৃহীত

বিএসসি ইঞ্জিনিয়ারদের ঘোষিত তিন দফা দাবির বিরুদ্ধে এবং কারিগরি শিক্ষার্থীদের সাত দফা মেনে নেওয়ার দাবিতে বিক্ষোভ করছে চট্টগ্রামের দুটি প্রতিষ্ঠান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ার দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউট ও শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে চট্টগ্রামের দুই নম্বর মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি শিহাব উদ্দিন বিএসসি শিক্ষার্থীদের তিন দফা দাবির তীব্র নিন্দা জানান।

বিএসসি ইঞ্জিনিয়ারদের তিন দফা দাবিগুলো হলো- নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ ও ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা, দশম গ্রেডে ডিপ্লোমা কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা এবং বিএসসি ছাড়া কেউ যেন নামের সঙ্গে ‘ইঞ্জিনিয়ার’ উপাধি ব্যবহার করতে না পারে সেই নিয়ম করা।

অন্যদিকে, কারিগরি শিক্ষার্থীদের সাত দফা দাবি হলো- কারিগরি শিক্ষাকে দ্বাদশ শ্রেণি সমমান ঘোষণা, সরকারি চাকরিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত ৫০ শতাংশ পদে পদোন্নতি নিশ্চিত করা, যুগের চাহিদা অনুযায়ী ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম আধুনিকায়ন, সব পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক সঙ্কট নিরসন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদবি পরিবর্তন ও পেশাগত সমস্যার সমাধান, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি এবং জাতীয় বাজেটে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করা।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *