কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় সড়কের দুই পাশ থেকে রশি টেনে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় মোটরসাইকেল আরোহী একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও তিনজন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, শুক্রবার মধ্যরাত সাড়ে ১২টার দিকের উপজেলার মালুমঘাট ঢালায় সেনাক্যাম্পের দক্ষিণে দুটি মোটরসাইকেলের আরোহীদের ওপর হামলা চালায় একদল অস্ত্রধারী।
নিহত মাহমুদুল হক রিয়াদ (২৬) কক্সবাজারারের উখিয়া উপজেলার বালুখালী এলাকার বাসিন্দা। আহতরা হলেন উখিয়ার বালুখালীর মো. সাগর (২৮), একই এলাকার নুরুল হোসেন ও ঈদগাঁও এলাকার আবু রায়হান (২৫)।
জানা যায়, তারা চারজন দুইটি মোটরসাইকেল নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক জানান, ‘হাসপাতালে আনার আগেই মাহমুদুল হকের মৃত্যু হয়। অন্যদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
নিহত মাহমুদুল হক রিয়াদের স্ত্রীও মৃত্যুবরণ করেন মাত্র ২২ দিন আগে। তাদের দুইটি সন্তান রয়েছে। কয়েকদিনের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া দেখা দিয়েছে।