ঘৃণার রাজনীতি চলবে না: সাকি

টাইমস ন্যাশনাল
2 Min Read
নারায়ণগঞ্জে গণসংহতি আন্দোলনের সমাবেশ। ছবি: সংগৃহীত

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জুলাইয়ের শহীদেরা সারা দেশের মানুষকে এক সুতায় গেঁথেছিল। আবু সাঈদ বুকে গুলি নিয়ে সারাদেশে যে দাবানল সৃষ্টি করেছিল, সেই দাবানলকে আমরা যদি বুকে ধারণ করতে পারি তাহলে আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

নারায়ণগঞ্জে গণসংহতি আন্দোলনের সমাবেশ। ছবি: সংগৃহীত

জোনায়েদ সাকি বলেন, ‘আমরা দেখছি ক্ষমতাকে ব্যবহার করে কেউ কেউ দখলদারিত্ব চালাচ্ছে। কেউ চাঁদাবাজি প্রকাশ্যে করছে, কেউ গোপনে ধন সম্পদ আহরণ করছে। ক্ষমতা ব্যবহার করে যে দেশে ধন-সম্পদ আহরণ করা যায় সে দেশের কোন উন্নতি হয় না।’

‘ক্ষমতাকে ব্যবহার করে যারা ধন সম্পদ আহরণের প্রচেষ্টা করবে, তাদেরকেই প্রতিহত করতে হবে। জুলাই পরিষ্কার করে বলছে ঘৃণার রাজনীতি আর বাংলাদেশে চলবে না। এই ঘৃণার রাজনীতির পরিবর্তে আমরা বৈষম্যহীন অন্তর্বর্তীমূলক রাজনীতি চাই। আর এটাই হচ্ছে জুলাইয়ের রায়। তাই বলছি কেউ শহীদদের চেয়ে বড় হইতে চাইবেন না। তাহলে তার পরিণতিও ভালো হবে না।’

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজনের সভাপতিত্বে এবং নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাসের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর কমিটির সমন্বয়কারী বিপ্লব খাঁন, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, প্রচার সম্পাদক শুভ দেব, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলার সভাপতি ফারহানা মুনা, দলের সিদ্ধিরগঞ্জ থানার যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান, ফতুল্লা থানার যুগ্ম আহবায়ক আব্দুল আল মামুন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *