গোপালগঞ্জে কারফিউয়ে যৌথ বাহিনীর অভিযান, আটক ৪৫

টাইমস ন্যাশনাল
1 Min Read
গোপালগঞ্জ শহর জুড়ে এখনো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে তাণ্ডবের চিহ্ন। ছবি: অনিক রহমান/টাইমস

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ ঘিরে সংঘর্ষ ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত ৪৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান সাংবাদিকদের জানান, এ ঘটনায় আটক ৪৫ জনকে থানায় রাখা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত যৌথ বাহিনী ২৫ জনকে আটক করে পুলিশে  হস্তান্তর করে।

বুধবারের রক্তক্ষয়ী সংঘাতে এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলাজুড়ে তৃতীয় দিনের মতো চলছে কারফিউ। জনমনে বিরাজ করছে চাপা আতঙ্ক।

কারফিউয়ের কারণে গোপালগঞ্জের রাস্তায় মানুষের চলাচল কম। ছবি: অনিক রহমান/টাইমস

শুক্রবার সকাল থেকে দেখা যায়, জেলা শহরের প্রধান সড়কগুলো প্রায় ফাঁকা। দু-একটি ছোট যানবাহন ছাড়া আর কিছুই চোখে পড়েনি।

তৃতীয় দিনেও ছোটবড় সব দোকানপাট এখনও বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতা এবং সেবাপ্রত্যাশীরা।

পুরো গোপালগঞ্জজুড়ে বিরাজ করছে থমথমে পরিবেশ।

শুক্রবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত শিথিল কারফিউয়ে দোকানপাট ও বাজারঘাটে বেশকিছু লোকসমাগম দেখা গেছে।

বুধবার রাত ৮টা থেকে ২২ ঘণ্টার কারফিউ শুরু হয়, যা চলে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। পরে তা আরও ২৪ ঘণ্টা বাড়িয়ে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ করা হয়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *