গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ হাসান নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী লতিফা জেসমিন গুরুতর আহত হন।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরের তিনসড়ক এলাকায় পুলিশ লাইনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজ হাসান রাজশাহীর কাজলা গ্রামের আক্তার হোসেনের ছেলে। দুর্ঘটনায় আহত লতিফা জেসমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘রাতে তারা স্বামী-স্ত্রী নিজস্ব প্রাইভেটকার পুলিশ লাইনের সামনে রেখে রাস্তার অন্য পাশের দোকানে যান। পরে সেখান থেকে গাড়ির কাছে ফেরার সময় পথের সাথী পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়।’
তিনি আরও বলেন, ‘স্থানীয়দের সহায়তায় তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মোস্তাফিজ হাসানকে মৃত ঘোষণা করেন। আহত লতিফা জেসমিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে বাসচালক সুমনকে আটক করেছে পুলিশ।’