কান শুরুর দিন গাজা গণহত্যা নিয়ে ৩৮০ তারকার নিন্দা

টাইমস রিপোর্ট
3 Min Read
‘টু থাউজেন্ড মিটারস টু অ্যান্দ্রিইকা’ প্রামাণ্যচিত্রের দৃশ্য । ছবি: কান উৎসবের ওয়েবসাইট

গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একটি খোলা চিঠিতে সই করেছেন বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র অঙ্গনের ৩৮০ জন তারকা। তাদের মধ্যে হলিউড তারকা মার্ক রাফেলো, রিচার্ড গিয়ার, সুজান সারান্ডন, স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম, স্প্যানিশ পরিচালক পেদ্রো আলমোদোভার, অস্কারজয়ী ব্রিটিশ পরিচালক জনাথন গ্লেজারসহ অনেকে রয়েছেন।

মঙ্গলবার কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনে ফরাসি সংবাদপত্র লিবেরাসিয়োঁ ও আমেরিকান সাময়িকী ভ্যারাইটিতে চিঠিটি প্রকাশিত হয়েছে। এতে উল্লেখ রয়েছে, ‘গাজায় গণহত্যা চলছে, আমরা আর চুপ থাকতে পারি না।’

চিঠিতে স্বাক্ষরকারীরা ফিলিস্তিনি ফটোসাংবাদিক ফাতেমা হাসোনাকে হত্যার নিন্দা জানান। ২৫ বছর বয়সী ওই নারীকে নিয়ে ইরানি নির্মাতা সেপিদেহ ফার্সি নির্মাণ করেছেন প্রামাণ্যচিত্র ‘পুট ইউর সোল অন ইউর হ্যান্ড অ্যান্ড ওয়াক’। কানের সমান্তরাল বিভাগ এসিআইডি’তে নির্বাচিত হয়েছে এটি। গাজায় ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণের প্রতিবাদে স্পষ্ট অবস্থান নিতে কানের আয়োজকদের প্রতি আহ্বান জানিয়েছেন সেপিদেহ ফার্সি। এসিআইডি’র নির্বাচিত তালিকা ঘোষণার একদিন পর গত ১৬ এপ্রিল গাজায় ইসরায়েলি বিমান হামলায় সপরিবারে নিহত হন ফাতেমা হাসোনা।

ফাতেমা হাসোনা । ছবি: এসিআইডি’র ওয়েবসাইট

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিট) উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে এবারের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এবারও যথারীতি লালগালিচার জৌলুস ও তারকার সমারোহ দেখা যাবে কানে। যদিও এসব ছাপিয়ে আলোচনায় থাকছে রাজনীতি, সামাজিক আন্দোলন, যুদ্ধ ও নারীর কণ্ঠস্বর।

মঙ্গলবার উদ্বোধনী দিনে ‘ইউক্রেন দিবস’ অনুষ্ঠানের অংশ হিসেবে ইউক্রেন যুদ্ধ ভিত্তিক তিনটি চলচ্চিত্র দেখানো হয়। এরমধ্যে বুনুয়েল থিয়েটারে সকাল ১০টায় ইভ জ্যুলন্দ, লিজা ভাপনি ও আরিয়ান শেমাঁ পরিচালিত ‘জেলেনস্কি’, বাজিন থিয়েটারে দুপুর ১টা ৩০ মিনিটে বার্নার্ড হেনরি লেভি ও মার্ক রুসেল পরিচালিত ‘আওয়ার ওয়ার’ এবং বিকাল ৩টা ৩০ মিনিটে ছিল মিস্তিস্লাভ চেরনোভ পরিচালিত ‘টু থাউজেন্ড মিটারস টু অ্যান্দ্রিকা’।

‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন গাজা’ চলচ্চিত্রের দৃশ্য। ছবি: স্লেট ফিল্মস

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা চালানোর পরবর্তী ঘটনা নিয়ে ফিলিস্তিনি যমজ ভাই আরব ও টারজান নাসের পরিচালিত ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন গাজা’ নির্বাচিত হয়েছে আঁ সাঁর্তে রিগা বিভাগে। এতে রয়েছে যুদ্ধবিধ্বস্ত একটি অঞ্চলে হত্যা ও বন্ধুত্বের গল্প।

কানের আরেক সমান্তরাল বিভাগ ডিরেক্টর’স ফোর্টনাইটে রয়েছে ইউক্রেনের ইয়েলিজাভেতা স্মিথ, আলিনা গোরলোভা, সিমন মৎসোগভিয়ে পরিচালিত ‘মিলিটানট্রোপোস’। এতে দেখা যাবে, যুদ্ধের কারণে বদলে যাওয়া ইউক্রেনীয়দের দৈনন্দিন জীবন। তাদের অনেকে দেশ ছেড়ে পালিয়েছে, কেউবা সবকিছু হারিয়েছে আর অনেকে লড়াই করার জন্য থেকে গেছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *