রাজধানীর রায়েরবাজার কবরস্থানে জুলাই অভ্যুত্থানে নিহতদের ‘গণকবর’ জিয়ারত করেছেন ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সকালে কবর জিয়ারত করার পর এক প্রতিক্রিয়ায় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান অন্তবর্তী সরকারের তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অন্তবর্তী সরকার ব্যর্থ হয়েছে। জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার ও আহতদের সুচিকিৎসা এখনো নিশ্চিত হয়নি। গত ১১ মাস অন্তবর্তী সরকার কী করেছেন, আশা করি তা জাতির কাছে পরিষ্কার করবেন।’

নাজমুল জানান, গত বছর জুলাইয়ের শেষ ১০ দিনেই ৫০-৬০ জনের মরদেহ বেওয়ারিশ হিসেবে রায়েরবাজার গোরস্থানে দাফন করা হয়েছে। সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনার জন্য তারা দোয়া করতে এসেছেন।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব, ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নোমান খান, বাংলা কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি আশিক চৌধুরী, তিতুমীর কলেজ ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি সেলিম প্রমুখ।
ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ অনতিবিলম্বে শহীদ পরিবারের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করা এবং আহতদের সুচিকিৎসার দাবি জানান। শিগগিরই ‘জুলাই সনদ’ ঘোষণারও দাবি জানান তারা।