আওয়ামী লীগ ও যুবলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে খুলনা মহানগর পুলিশ রয়েছে সতর্কাবস্থায়। রোববার চারটি স্থানে মিছিলের পর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, মহানগরীর পাশাপাশি খুলনা জেলার বিভিন্ন উপজেলায় সোমবারও অভিযান চলছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া এন্ড সিপি) মো. আহসান হাবীব রবিবারের অভিযানে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগ ও আওয়ামীলীগের ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান। সোমবারও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, খুলনার জিরোপয়েন্ট এলাকা মিছিলের ঘটনায় ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর হোসেনকে আটক করে হরিণটানা থানা পুলিশ। অন্যদিকে ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল আলমকে গ্রেপ্তার করেছে ফুলতলা থানা পুলিশ। একই দিনে শিরোমনিতে মিছিলের প্রস্তুতিকালে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী জাকারিয়া রিপনকে আটক করা হয়।
এছাড়া সোনাডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ নুর ইসলাম, ১৭ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আসিফ হোসেন ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান , ১৬নং ওয়ার্ড গাবতলা ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আবুজার অনিক, যুবলীগের সদস্য রকিবুল ইসলাম , ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মেহেদী হাসান এবং যুবলীগ সদস্য রুহুল আমিনকে আটক করেছে।
সোনাডাঙ্গা থানার সাব ইন্সপেক্টর (এসআই) আব্দুল হাই জানান, রোববার বিকেলে ঝটিকা মিছিলের চেষ্টাকালে নগরীর বয়রা মহিলা কলেজের সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী মো. ওয়ালিদ হাসান ইমনকে আটক করে পুলিশ। একই দিনে সন্ধ্যার পর সোনাডাঙ্গা মডেল থানা এলাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের আরও কয়েকজনকে আটক করা হয়।
খুলনা সদর থানার সাব ইন্সপেক্টর (এসআই) নান্নু মন্ডল জানান, সদর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মহারাজ হাওলাদার (৫৭), মিলন মীর (৪২) ও ফরিদ আহম্মেদ (৬৩) নামে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খায়রুল বাসার জানান, সকালে হরিণটানা থানা এলাকায় ঝটিকা মিছিল বের হয়। এলাকার সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে নেতাকর্মীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে। তারই ধারাবাহিকতায় বিকেলে ডুমুরিয়া আওয়ামীলীগ নেতা কাজি আলমগীরকে জিরো পয়েন্ট এলাকা থেকে আটক করে পুলিশ।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খালিশপুর থানায় এলাকায় আওয়ামীলীগ এবং তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিল বের করার চেষ্টা করলে ৪ জনকে আটক করা হয়।