এশিয়া কাপ: বাতিল হচ্ছে ভারতের বাংলাদেশ সফর

টাইমস স্পোর্টস
2 Min Read
খেলাধুলার মাঠেও যুদ্ধের আঁচ: আইপিএল-পিএসএল বন্ধ, এশিয়া কাপ নিয়ে ধোঁয়াশা। ছবিঃ গেটি ইমেজ

ভারত-পাকিস্তান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা যেন সরাসরি আঘাত হানলো ক্রিকেট দুনিয়ায়। একে একে বন্ধ হয়ে গেলো আইপিএল ও পিএসএল, আর এবার ঝুঁকির মুখে এশিয়া কাপ ও বাংলাদেশের পাকিস্তান সফর।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এশিয়া কাপে অংশ নেওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। একইসঙ্গে বাতিল হতে পারে ভারতের বাংলাদেশ সফরও। বিসিসিআই নাকি সেই সময়টাতেই স্থগিত হয়ে যাওয়া আইপিএল শেষ করার পরিকল্পনা করছে, যদি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শুক্রবার রাতে ঘোষণা করে, পিএসএলের বাকি আটটি ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এর আগেই অবশ্য তারা জানায়, টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হবে। কিন্তু পরিস্থিতির অবনতি সেই সিদ্ধান্তও বাতিল করতে বাধ্য করে।

ইতোমধ্যে বিদেশি ক্রিকেটারদের আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে। বাংলাদেশি দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনও পিএসএলে খেলতে গিয়ে পাকিস্তানে ছিলেন। তাদের সঙ্গেই দেশে ফিরছেন দুই বাংলাদেশি সাংবাদিকও।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ এক ভিডিও বার্তায় জানান, “সবার নিরাপত্তা নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য। গতকাল একটি সভা হয়েছে, আজ সবাইকে নিরাপদ জায়গায় আনার চেষ্টা চলছে।”

তবে ২৫ মে থেকে পাকিস্তানে শুরু হওয়ার কথা ছিল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২১ মে বাংলাদেশ দলের যাওয়ার কথা থাকলেও, বর্তমান পরিস্থিতিতে সেটি নিয়ে বড় সংশয় দেখা দিয়েছে। বিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি; তারা পিসিবির দিকনির্দেশনার অপেক্ষায় আছে।

এশিয়া কাপ, দ্বিপাক্ষিক সিরিজ, আর প্রিমিয়ার লিগগুলো— সবকিছু আপাতত দ্বিতীয় সারিতে। এখন সবচেয়ে বড় কথা— নিরাপত্তা। আর সেটাই ঠিক করবে, কবে ফিরবে ক্রিকেট মাঠে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *